বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নে বিএনপির উদ্যোগে একটি বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শতখালী হাইস্কুল মাঠে আয়োজিত এ কর্মীসভায় হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “দেশের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পালিয়েছে, তাদের ষড়যন্ত্র আর সফল হবে না। দেশের জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনে বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়বে।”
তিনি আরও বলেন, “নেতাকর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধ থেকে প্রতিটি ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জনগণের পাশে থেকে আন্দোলনকে বেগবান করতে হবে।”
কর্মীসভায় সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ওয়াজেদ আলী সরদার। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ গফুর মোল্লা এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী
অ্যাডভোকেট রোকনুজ্জামান
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ
সদস্য সচিব আব্দুর রহিম
সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি আশরাফুজ্জামান শামিম
ছাত্রদল নেতা শফিকুল ইসলাম শফিক
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে আগত বিএনপির নেতাকর্মীরা কর্মীসভায় অংশগ্রহণ করেন।
ৃঐৃৃৃৃৃৃৃৃ
কর্মীসভা শেষে স্থানীয় নেতারা আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করার জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, “সামনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ