মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরে টাস্কফোর্সের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহজাহান গাজী (৪৫)কে আটক করেছে প্রশাসন।
রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার শ্রীরামপুর বহরিয়া বাজার গাজী বাড়ি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শাহজাহানের বসতঘর থেকে একটি পলি জিপার প্যাকেটে রাখা ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পলিথিনে রাখা ৭৫ গ্রাম গাঁজা এবং একটি আইটেল টাচ ফোন উদ্ধার করা হয়। আটক শাহজাহান গাজী স্থানীয় মৃত হাকিম গাজীর ছেলে।
বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।
তিনি জানান, শাহজাহান গাজী বহরিয়া এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি সে দীর্ঘদিন ধরে নিজ সন্তানদের নিয়ে মাদক ব্যবসায় জড়িত ছিল এবং এ পর্যন্ত তার বিরুদ্ধে পাঁচটিরও বেশি মাদক মামলা রয়েছে। তার কর্মকাণ্ডের কারণে এলাকায় ভয় বিরাজ করছিল।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহবুব রহমানসহ সেনাবাহিনী, প্রশাসন ও ডিএনসির সমন্বয়ে গঠিত ২০ সদস্যের একটি টিম অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ