নিখোঁজ পাখি
সোমা রানী কর্মকার
মিছে মায়ায় বাঁধছিলি ক্যান
বুকের ভিতর ঘর?
কার ঘরে ক্যান থাকিস এখন
আমায় করে পর?নাই বা যদি ভুলিস আমায়
নিসনা ক্যান আর খোঁজ?
তুই পাখিটার ডাক শুনে মোর
ঘুম ভাঙিতো রোজ।আশা দিয়া ভালোবাসার
শূন্য করে বুক,
কার বুকে তুই খুঁজিস এখন
স্বর্গ ভাসা সুখ।কেমন করে বললি ওরে
এই আমি তোর ভুল?
যে আমি তোর চোখে ছিলাম
ফোঁটা গোলাপ ফুল।তুই পাখি মোর শ্বাস প্রশ্বাসের
সিক্ত শীতল ভূঁই,
দেহ দিয়ে ছুঁই না তোরে
অন্তর দিয়ে ছুঁই।কলমেঃ
সোমা রানী কর্মকার
সিনিয়র স্টাফ রিপোর্টার
জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ