নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজায়’ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বৈঠকে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। পাশাপাশি তার দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি। এ সময় ফিলিস্তিনের জনগণের বর্তমান অবস্থা সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান খালেদা জিয়া।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।,
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ