লুৎফর রহমান তাড়াশ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার অষ্টমীর দিনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩:আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ আব্দুস সামাদ ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাড়াশ পৌর এলাকার বারোয়ারী বটতলা, রাঁধা গোবিন্দ মন্দির ঘোষপাড়া, দাশপাড়া দুর্গা মন্দির পরিদর্শন করেন এ সময় পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় করেন ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার আমীর,খ,ম সাকলাইন, পৌর সভাপতি কাওছার হাবিব, সেক্রেটারি আলী আক্কাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আবু বকর, পৌর যুব জামায়াতের আব্দুল আল মামুন, সেক্রেটারি ওমর ফারুক, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ সামাদ বলেন, দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ ধর্মীয় উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য জামায়াতের টহল টিম নিয়মিত মাঠে থাকবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মন্ডপ এলাকায় মাদক, জুয়া ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ