মুস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ আন্দোলন ও দাবির সফল পরিণতি হিসেবে বাংলাদেশ রেলওয়ের জনপ্রিয় আন্তঃনগর ট্রেন আপ সুন্দরবন এক্সপ্রেস এখন থেকে দর্শনা হল্ট স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি দেবে। আগামীকাল ১ অক্টোবর রাত ১২টা ৫ মিনিটে ট্রেনটি প্রথমবারের মতো দর্শনায় থামবে।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকায় আনন্দ ও স্বস্তির পরিবেশ বিরাজ করছে। বাসিন্দারা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে দর্শনা ও আশপাশের এলাকার মানুষ ঢাকাসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ভ্রমণে সহজ ও নির্ভরযোগ্য যোগাযোগ সুবিধা পাবেন।
দর্শনা অঞ্চলের জনগণ এ দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলেন। মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ থেকে শুরু করে প্রতিবাদ কর্মসূচি—সবকিছুই ছিল তাদের অবিচল প্রচেষ্টার অংশ। প্রশাসন ও রেল মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ফলেই অবশেষে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন। পাশাপাশি এলাকার বাণিজ্যিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সবাই।
যাত্রাবিরতির প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে স্থানীয়রা ইতোমধ্যেই এক স্বতঃস্ফূর্ত শুভযাত্রা উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ