রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে রাউজান পৌরসভা এলাকায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত সহ একটি প্রতিনিধি দল। এসম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা ও রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জানা যায়, রাউজান পৌরসভার ০৮ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ি সার্বজনীন দুর্গা মণ্ডল, ঢেউয়াপাড়া জগন্নাথ সেবাশ্রমে উদয়াচল সংসদ পূজা মণ্ডপসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, লায়ন মুনমুন দত্ত মুন্না, লায়ন সম্পদ দে, লায়ন সন্তোষ কুমার নন্দী, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে সজীব, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, পৌর পূজার উদযাপন কমিটির সহ সভাপতি দিবাকর বোস, পূজা কমিটির প্রনব দে, গোকুল চৌধুরী, ত্রিপল চৌধুরী, সনজিত দে,শংকর দে, মিশু মহাজন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ