বাবু মির্জা: সিরাজগঞ্জ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে আন্তর্জাতিক দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর অর্থায়নে দুটি উদ্ধারকারী নৌকা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ ক্রসবার-৩ প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে এই নৌকা হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অক্সফাম-এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা মানব মুক্তি সংস্থা বাস্তবায়িত ‘এনহ্যান্সিং ডিজাস্টার রেজিলিয়েন্স ক্যাপাসিটি (ইডিআরসি)’ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও রাজাপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে নৌকাগুলো প্রদান করা হয়।
সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল বাছেদ এবং রাজাপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষে আলাউদ্দিন খান নৌকাগুলো গ্রহণ করেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল বাছেদ বলেন, সিরাজগঞ্জ একটি বন্যাপ্রবণ জেলা। দ্রুত পরিবহন বা স্থানান্তরের সুযোগ না থাকায় প্রতি বছর জেলার বহু মানুষ বন্যার ক্ষতিগ্রস্ত হন। এই নৌকাগুলো দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মানব মুক্তি সংস্থার কো-অর্ডিনেটর মিজানুর রহমান এবং কাওয়াকোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ