খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টক রিপোর্টারঃ আলমডাঙ্গার স্টেশন রোডের অদূরে গোডউনের নিটক কাভার্ড ভ্যানের নীচে পড়ে আনোয়ারা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ১ টার দিকে এ ঘটনা ঘটে।মৃত আনোয়ারা খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার ড়ুমরিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের নাসির উদ্দিন তার স্ত্রী আনোয়ারা খাতুনকে সাথে নিয়ে চিকিৎসার জন্য সকালের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুতাইল গ্রামের এক কবিরাজের বাড়িতে যান। সেখানে কবিরাজ দেখিয়ে দুপুরের দিকে একটি পাখি ভ্যানে আলমডাঙ্গার রেল স্টেশনের কাছে আসে।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়,স্টেশনের পাশ দিয়ে আনুয়ারা খাতুন পাখিভ্যানে যাচ্ছিলেন। পথিমধ্যে গোডাউনের নিকট পৌছালে পাশ দিয়ে একটি কাভার্ড ভ্যান এসে পড়লে পাখিভ্যান চালক স্টেশনের ঢালের উপর তুলে দেয়। এ সময় পাখিভ্যান থেকে আনোয়ারা খাতুন ছিটকে কাভার্ড ভ্যানের চাকার নীচে পড়েন। স্থানীয় লোকজন আহত নারীকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে কাভার্ড ভ্যানটি স্থানীয়রা আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে থানা পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম জানান,স্টেশনের নিকট কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহায়তায় আমরা কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। পরবর্ত্তী আইনানুগ ব্যবন্থা গ্রহণ করা হবে। লাশের সুরাতহাল রিপোর্ট সম্পন্ন করে মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ