মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুর-লোকনাথপুর সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধুর করুণ মৃত্যু হয়েছে।
বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
আজ সোমবার (২৪ নভেম্বর, ২০১৫) দুপুর আনুমানিক ৩টার দিকে দামুড়হুদা উপজেলার কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুলের সামনে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই বন্ধু একই গ্রামের বাসিন্দা ছিলেন। তারা হলেন:
সেলিম (২২): লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে (মোটরসাইকেল আরোহী)।
তানজিল (১৬): একই গ্রামের তারিখের ছেলে (মোটরসাইকেল চালক)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সেলিম ও তানজিল দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী সুবলপুর গ্রামে ঘুরতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল।
কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুলের কাছাকাছি পৌঁছালে বেপরোয়া গতির কারণে চালক তানজিল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান।
নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলটি মুহূর্তেই ছিটকে গিয়ে সড়কের পাশের একটি শক্তিশালী গাছের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, মোটরসাইকেলের আরোহী সেলিম ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক তানজিলকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি রেডিও চুয়াডাঙ্গাকে জানান, আহত চালক তানজিলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। অর্থাৎ, দুর্ঘটনার তীব্রতা ও আঘাত এতটাই গুরুতর ছিল যে দুইজনই বাঁচানো সম্ভব হয়নি।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, "একটি মোটরসাইকেলে দুজন দ্রুতগতিতে যাচ্ছিলেন।
দ্রুতগতির কারণেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়েছে।"
তিনি আরও জানান যে, এই মর্মান্তিক ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত: এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল যে সড়কে দ্রুতগতি ও বেপরোয়াভাবে যানবাহন চালানো কতটা বিপজ্জনক হতে পারে।
স্থানীয় প্রশাসন ও সচেতন মহল মনে করেন, তরুণ চালকদের ট্রাফিক আইন মানা ও নিরাপদ গতিতে গাড়ি চালানোর বিষয়ে আরও বেশি সচেতন হওয়া উচিত।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ