বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
CDA/CIC Training-2025 held at Darshana Carew to accelerate sugarcane cultivation by applying advanced technology দর্শনা কেরুতে উন্নত প্রযুক্তি প্রয়োগে আখচাষে গতি বাড়ানোর লক্ষে সিডিএ/সিআইসি প্রশিক্ষণ-২০২৫ ইং অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল ভালোবাসা ও ঘৃণা  খালেদা জিয়ার অবস্থা সংকটজনক রায়গঞ্জে বিএনপির দোয়া মাহফিল আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি বাসা ছাড়তে বাধ্য হলেন কর্মকর্তা আবারও বিয়ে করলেন আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহার দামুড়হুদা ইউএনও তিথি মিত্রের বিদায় সংবর্ধনা: ‘আপনাদের আন্তরিকতা হৃদয়ে থাকবে’ মহেশপুরে তারুণ্যের উৎসবে কিশোরী স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সঞ্চয় প্রনোদনা বিতরণ

আবারও বিয়ে করলেন আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহার

মুস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত ২১ অক্টোবর। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার নিজেই।

সাবিকুন্নাহার তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন— “দুনিয়াটা ক্ষনস্থায়ী। পুরোদস্তুর ধোঁকা, নিখাঁদ এক প্রতারণা। কতদিনই আর বাঁচব আমরা এই দুনিয়ায়? অনন্ত পরকালের চুলছেড়া হিসেব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব!

সেই সাফল্যের ভিখারী হয়েই আজ কথাগুলো লিখছি…….

কে কি ভাববে? কে কি বলবে?

কি হবে আর কি নাহবে এসবেরও বিন্দুমাত্র পরোয়া নেই……

প্রতিনিয়ত আয়িশা তার বাবাকে খোঁজে!

বাবা যাবো! বাবা গাড়ি! বাবা কই?

শব্দগুলোর ওজন উঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই।

উসমানও মাকে পাচ্ছেনা। উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে। অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে উসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে!

যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এটাই তা হয়তো আমরা জানতাম, তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয়! ইলমুল ইয়াক্বিন আর হাক্কুল ইয়াক্বিনে আছে আকাশসম ফারাক। জানা বিষয়টি উপলব্ধি করেছি আমরা।

বেশাক আমাদের ভুল ছিলো। কিছু ভুল বুঝেছি, বুঝানোও হয়েছে! উসমানের বাবার প্রতি প্রগাঢ় মুহাব্বাত থেকেই অস্থির হয়েছি, কিছু রাগ, জেদ ও সীমালঙ্ঘনও হয়ে গেছে! সাথে মানুষ ও জ্বীন শয়তান, বিচ্ছেদের যাদু কি না ছিল?

হয়তো এভাবেই আমাদের ভাগ্য লিখা হয়েছিলো। তাকদিরের কাছে তো অনেক বড়রাও অসহায় ছিলেন, যেমন গ্রহণের সময় নিরুপায় থাকে চাঁদের আলো। তাই বলে কি চাঁদ কস্মিনকালেও কলংকিত? সে যে আজন্ম আমার চাঁদ-ই ছিলো!

দুরাচার শয়তান সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বারংবার!

শুভ্র, সচ্ছ, সুন্দরে, চিন্তায় ইবলিসকে তাই ঠাঁই দেইনি আর। ফা লিল্লাহিল হামদ!

অতঃপর…

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন।

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন।

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন।

উসমান ও আয়িশা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে!!!! আল্লাহুম্মা লাকাল হামদ।

আমি আমার মোহাব্বত, আমার আত্মা, সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছি!

সকলের সামনে বরাবরই বলে গিয়েছি আমার হৃদয়ের স্পন্দন তুমি।

“তোমাকেই ভালোবাসি” Taw Haa Zin Nurain

জানি তোমাকে প্রচন্ড কষ্ট দিয়ে ফেলেছি!

ভুল বুঝেছি! তুমি গায়রতে সম্মানে প্রচন্ড আঘাত পেয়েছো! যা উদ্দেশ্য ছিলোনা তা হয়ে গেছে! যা বোঝাতে চাইনি তাই প্রতিষ্ঠিত হয়ে গেছে! অজস্র আঘাত আর ক্ষত নিয়ে মুখ বুজে নীরবেই চলে গেছ! প্রতিউত্তর টুকুও করোনি! তোমার অনন্য সবরের প্রতিদানে আরশের রব তোমার দো-জাহানের সমস্ত হাজত মাকসাদ পূরণ করে দিন।আজ আমি তোমাকে ফিরে পেয়ে কত খুশি তা বলার আমার কোনো ভাষা নেই!

শুধু এটুকুই দু’আ যে, এতকিছুর পরেও আমাকে তুমি যেভাবে খুশি করেছো আল-ওয়াদুদ শতগুণ উত্তমরূপে তোমাকে তার দিদার দিয়ে রোজ হাশরে খুশি করে দিন!

তোমার রিসেন্ট লেকচারটা শুনেছি।

হ্যাঁ, আমি তোমার জন্য যায়েদ (রাঃ) হতে পারিনি। তবে আমি জীবন দিয়ে রবের সন্তুষ্টির তরে, দ্বীনের পথে তোমার জন্য নিজেকে প্রমাণ করবই ইনশাআল্লাহ!

আর কিছুই বলার নেই।

আল্লাহ চান তো অচিরেই প্রতিটি অযাচিত বিষয় পুরো দুনিয়ার সামনে দীপ্তমান হবে ইনশাআল্লাহ!

ألَيْسَ الصُّبْحُ بِقَرِيْب

আজ শুধুই-

“আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন”

তিনিই সেই রব যিনি মৃত থেকে জীবিত করেন।

তিনিই সেই রব যিনি ধ্বংস থেকেও নতুন করে সৃষ্টি করেন।

তিনিই সেই রব যিনি অসম্মানের সূরতেও সম্মানিত করেন।

তিনিই সেই রব যিনি পরাজয়ের ভেতর থেকেও জয় বের করে আনেন।

তিনিই সেই রব যিনি হতাশ হওয়ার পরও রহমত দ্বারা সিক্ত করে দেন।

সবার কাছেই আমরা দু’আর মুহতাজ!

ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير

وَهُوَ الَّذِي يُنَزِّلُ الْغَيْثَ مِن بَعْدِ مَا قَنَطُوا وَيَنشُرُ رَحْمَتَهُ ۚ وَهُوَ الْوَلِيُّ الْحَمِيدُ



লাইক করুন