আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপি দলীয় নেতাকর্মীদের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।
মঙ্গলবার(২ ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে রায়গঞ্জ পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। দোয়া মাহফিল পূর্বে ভিপি আয়নুল বলেন,খালেদা জিয়ার সুস্থতা এখন দলীয় সীমানা ছাড়িয়ে জাতীয় বিষয়ে পরিণত হয়েছে। তাঁর চিকিৎসা ও আরোগ্যের জন্য আমরা সবাই গভীরভাবে প্রার্থনা করছি।”
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি শামসুল ইসলাম খানসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় চেয়ারপার্সন বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।