বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
CDA/CIC Training-2025 held at Darshana Carew to accelerate sugarcane cultivation by applying advanced technology দর্শনা কেরুতে উন্নত প্রযুক্তি প্রয়োগে আখচাষে গতি বাড়ানোর লক্ষে সিডিএ/সিআইসি প্রশিক্ষণ-২০২৫ ইং অনুষ্ঠিত খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল ভালোবাসা ও ঘৃণা  খালেদা জিয়ার অবস্থা সংকটজনক রায়গঞ্জে বিএনপির দোয়া মাহফিল আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি বাসা ছাড়তে বাধ্য হলেন কর্মকর্তা আবারও বিয়ে করলেন আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহার দামুড়হুদা ইউএনও তিথি মিত্রের বিদায় সংবর্ধনা: ‘আপনাদের আন্তরিকতা হৃদয়ে থাকবে’ মহেশপুরে তারুণ্যের উৎসবে কিশোরী স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সঞ্চয় প্রনোদনা বিতরণ

দামুড়হুদা ইউএনও তিথি মিত্রের বিদায় সংবর্ধনা: ‘আপনাদের আন্তরিকতা হৃদয়ে থাকবে’

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। দামুড়হুদা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র’র এক আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের প্রতি তাঁর সহযোগী ও গণমাধ্যমবান্ধব আচরণের স্বীকৃতি দিতে আজ (২ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সংবর্ধনা আয়োজন করা হয়।

দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বিদায়ী ইউএনও তিথি মিত্রের সততা ও সাংবাদিক-বান্ধব আচরণের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা উল্লেখ করেন, তিথি মিত্র দায়িত্বশীল ও গণমাধ্যম বান্ধব আচরণের এক ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র সততার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ছিলেন একজন সাংবাদিক বান্ধব ইউএনও। তাঁর এই উদারতায় যে কেউ তাঁকে শ্রদ্ধার চোখে দেখবেন।”

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী ইউএনও তিথি মিত্র সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সহকারি কমিশনার থেকে পদোন্নতি পেয়ে ইউএনও হিসেবে এটিই ছিল তাঁর প্রথম কর্মস্থল।

তিনি বলেন, “স্বল্প সময়ের মধ্যেই আপনাদের সকলের আন্তরিকতা, ভালোবাসা, সর্বোপরি সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছি।”

তিনি আরো যোগ করেন, “জনসাধারণের প্রত্যাশা ও সমস্যা সমাধানে আমি সবসময় আন্তরিক ছিলাম। সকল ক্ষেত্রেই আন্তরিকতার সাথে সহযোগিতা পেয়েছি আপনাদের।

দামুড়হুদা উপজেলা, উপজেলার সর্বস্তরের মানুষের কথা সর্বোপরি আপনাদের কথা আমার হৃদয়ে থাকবে।”

সরকারি চাকরিজীবীদের বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিথি মিত্র বলেন, “যতদিন এই উপজেলাতে ছিলাম, সকলের সহযোগিতায় সুন্দরভাবে কাজ করতে চেষ্টা করেছি, জানিনা কতটুকু পেরেছি।”

তিনি মানুষের সেবা করাকেই প্রশাসনিক কর্মকর্তার প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন।

তিনি তাঁর কর্মজীবনের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, “উপজেলা প্রশাসনের প্রতিটি বিভাগ, উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে কাজ করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি।

দামুড়হুদা উপজেলা ও উপজেলার মানুষ আমার হৃদয়ে গেঁথে থাকবে।” তিনি দামুড়হুদা প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেন এবং সকলের সহযোগিতা ও কল্যাণ কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাবিবুর রহমান হবি, তাসির আহমেদ, সদস্য মোজাম্মেল শিশির, শেখ হাতেম, সাংবাদিক জহুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে দামুড়হুদা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিদায়ী ইউএনও তিথি মিত্রকে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন।



লাইক করুন