ভাঙ্গামন
জেসমিন খাতুন
নারীকে ঠকানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই…
যুগে যুগে ইতিহাস সাক্ষী, নারী যতবারই ভেঙেছে—ততবারই সেই নারী নিজেকে নতুন করে আবিষ্কার করেছে।
আপনি হয়তো ভাবছেন, নারীকে কাঁদিয়ে, প্রতারণা করে, নারীর বিশ্বাস ভেঙে আপনি জয়ি হয়ে গেছেন-? কিন্তু না—আপনি শুধু একজন মানুষ হারালেন, আর নারী নিজেকে হারিয়ে আবার নতুন করে খুঁজে পেলো।
একদিন যে নারী চোখের পানি ফেলেছে আপনার জন্য, আজ সেই নারীই সময়ের সাথে নিজের সমস্ত কিছু মেনে নিতে শিখে গেছে।
নারীকে কখনও ছোট ভাবা উচিত নয়।
আজ যে নারী একা, ভাঙা, নিরুপায় —
আগামীকাল সে নারী সফল হবেই, সে তার ভাঙা স্বপ্নগুলো জোড়া লাগাবে, আবার নতুন করে একটু একটু স্বপ্ন দিয়ে।
নারী যখন ঠকে যায়, তখন সে শেখে—কে সত্যি, কে মিথ্যে।
আর সেই শিক্ষার পর যে নারী উঠে দাঁড়ায়, তাকে আর কেউ হারাতে পারে না।
তাই মনে রাখা উচিত—
নারীকে ঠকিয়ে হয়তো আপনি কিছু মুহূর্তের আনন্দ পাবেন,
কিন্তু নারী ঠকে গিয়ে তৈরি করে নিজের ভাগ্যকে।
আর একসময় সেই নারী হয় স্পাতের টুকরা,
আর বাকি থাকলেন আপনি- আপনি না হয় থেকে যাবেন শুধুই একটা ভুলের গল্প হয়ে।
কলমেঃ
জেসমিন খাতুন
চীফ রিপোর্টার
জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫