হাসিনা হারভীয়া:
ভালোবাসা খুব সহজ একটা শব্দ কিন্তু ঘৃণা
সে খুব কঠিন একটা শব্দ, বলতে পারেন
এটা একটা ভিষণ ভারী শব্দ,যায় হোক মনে
রাখবেন সঠিক মানুষ কেনো কিছু প্রমান
করার চেষ্টা করে না।
কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার
করে, কিন্তু তাদের বার বার একটা কথা ভেবে
দেখা উচিৎ, ফুলে সৌরভ এবং মানুষের গৌরব
কখনোই চিরস্থায়ী নয়,আজ আছে কাল হয়তো
নাও থাকতে পারে।
ভালোবাসা এবং ঘৃণা দুটোরই কারণ লুকিয়ে থাকে
অন্তরের অন্তস্তল ভিষণ গভীরে,যা কাউকেই
বুঝানোর প্রয়োজন হয় না, এটা একান্তই নিজের
মনের গভীরে লুকানো থাকে,ভালোবাসা এবং
ঘৃণা সহজ এবং কঠিন।