শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোটার: ঝিনাইদহের মহেশপুরে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা ক্যাম্প, হাইজিন উপকরণ বিতরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
মঙ্গলবার দুপুরে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দরিদ্র নারীদের কর্মসংস্থান সহায়তা দিতে চলমান সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)–এর দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ কার্যক্রম নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার, বিআরডিবির কর্মকর্তা বাহাউল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক।
স্বাস্থ্যকর্মীরা জানান, কিশোরীদের ব্যক্তিগত পরিচর্যা, পুষ্টি, স্যানিটেশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাম্পে অংশ নেওয়া শতাধিক কিশোরীকে স্যানিটারি ন্যাপকিন, হাইজিন কিট, ক্রিমসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়।
এ ছাড়া দরিদ্র ও মেধাবী ছয় শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, এই সহায়তা তাঁদের পড়াশোনায় উৎসাহ জোগাবে।
বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম বলেন, গ্রামীণ নারীদের স্বনির্ভরতা ও কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ কর্মসূচি নিয়মিতভাবে চালানো হচ্ছে। তিনি আশা করেন, এসব উদ্যোগ ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।