মানুষের মাঝে মানুষেরই দু-হাত
শাহনাজ পারভীন মিতা
ধর্ম-বর্ণে মিশে থাক এই আমার প্রিয় দেশ
মানুষের মাঝে মিশে অমানুষ মানুষের বেশ,
কাকে খুঁজে ফেরো অগণন দৃষ্টির বৃষ্টিতে
তুমি ভাবো তুমিই সেরা বিধাতার সৃষ্টিতে!মানবিক মানুষ তুমি হয়ে ওঠো আগে
ধর্মের ভেদাভেদ ভুলে সূর্য রবির রাগে,
মসজিদ -মন্দির -গীর্জা -প্যাগোডার আহ্বান ধ্বনি
সৃষ্টিকর্তার সমীপে মনুষ্যকুলের সেজদা প্রণমি!স্বর্গ -নরক সেই ভাবনায় মগ্ন তুমি দুনিয়ায়
মৃত্যুর ওপারে পাপ-পুণ্যের অনন্ত সীমানায়,
ছোট্ট জীবন পৃথিবীর মাঝে জন্ম হতে মৃত্যু
নিজে বাঁচো সকলের মাঝে সত্য কর্মে আমৃত্যু!মানুষ তুমি ,মানুষের পাশে মানুষেরই দু-হাত
দেশ-কাল-সমাজের বুকে বিধাতার পরম আশ্বাস!