হিসেব মেলে না
জেসমিন খাতুন
সব হিসেব কি মেলে ,তা নয়
মেলে না হিসাব ,জীবন কখনো নয়ছয়,
দুয়ে দুয়ে সবসময় নয় চার
মেনে নিলে ,খুলে যায় মনের দ্বার ।সকালের সূর্য রাতে ওঠে না
পূর্নিমা চাঁদ অমাবস্যায় হাসে না,
বিবাহের প্রথম রাগিনীর সুর
চিরদিনই বাজে না সুমধুর ।ঝড় বন্যা জলোচ্ছ্বাসের মতো
আচমকা জীবনও হারায় কতো,,
কত পথ ডোবে নতুন পথের বাঁকে
জীবন নদীজলে ঢেউ ,খোঁজ কে রাখে।ভূকম্পনের মতই জীবন বারবার
দুলে ওঠে নড়ে যায় ,নয় হারবার ।কলমেঃ
জেসমিন খাতুন
চীফ রিপোর্টার
জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠরামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫