সাকী মাহমুদ, স্টাফ রিপোর্টার
দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ট্রেনিং কমপ্লেক্সে গতকাল ২ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হলো সিডিএ/সিআইসি প্রশিক্ষণ-২০২৫। আখচাষে উন্নত প্রযুক্তির ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন ও মানসম্মত আখ সরবরাহের লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় এ প্রশিক্ষণ কর্মশালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এফসিএমএ। তিনি আখ উৎপাদনে উদ্ভাবনী প্রযুক্তির প্রয়োগ ও কৃষকবান্ধব উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন)আল-শরিফ ওমর ফারুক গালিব, ডিজিএম (সম্প্রসারণ) মাহাবুবুর রহমান, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেন,
মোঃ মাফুজুল আলম রতন, ডি এম (সম্প্রসারন), মোঃ মুজতাহিদুর রহমান, ডি এম (সম্প্রসারন), মোঃ মুহিদুল ইসলাম, ডি এম (সম্প্রসারন), মোঃ কিবরিয়া, ডি এম ( সম্প্রসারন), মোঃ জয়নাল হোসেন, এসএসিডিও, মোঃ নবিরুল ইসলাম, এসএসিডিও সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সিডিএ/সিআইসি প্রতিনিধিবৃন্দ উপস্থিতি ছিলেন।প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিচ্ছন্ন চাষাবাদ ও দক্ষ জনবল তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করে অতিথিবৃন্দ।আয়োজকরা জানান, এই উদ্যোগ আখ শিল্পকে আরও আধুনিক ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।