তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: মাটিবাহী টলির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক প্রেমানন্দ (২৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত প্রেমানন্দ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামের বাণীরাম চন্দ্রের ছেলে। মোটরসাইকেলের অপর আরোহী একই জেলার তাড়াশ উপজেলার গুড়পিপুল গ্রামের মৃত: দীনেশচন্দ্র উঁরাওয়ের ছেলে উজ্জ্বল উঁরাও (২৫) গুরুতর আহত হয়েছেন।
তাকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১টায় পাবনার আটঘরিয়া উপজেলার কলাবাগান এলাকায়।
এ ঘটনায় টলি চালক চঞ্চল হোসেন (২২) কে আটক করেছে আটঘরিয়া থানা পুলিশ।
আটঘরিয়া থানার অফিসার- ইন- চার্জ (ওসি) মোহাম্মদ হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাবনার ডাল মিলের শ্রমিক নিহত প্রেমানন্দ তার সহকর্মী উজ্জ্বল কে সাথে নিয়ে মোটর সাইকেল চালিয়ে পাবনা থেকে সিরাজ গঞ্জে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হোন।
পথিমধ্যে আটঘরিয়া উপজেলার কলাবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি টলির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক প্রেমানন্দ নিহত হোন।
আটঘরিয়া থানার অফিসার- ইন- চার্জ (ওসি) মোহাম্মদ হাদিউল ইসলাম বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে।গ্রেফতার চাকলকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ