খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টঃ আলমডাঙ্গা ফুটবল একাডেমির আয়োজনে ১৬ দলের অংশগ্রহণে চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (এটিম) মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে ২-১ গোলে লাভ স্টার একাদশকে পরাজিত করে ফ্রেন্ডস ক্লাব আলমডাঙ্গা চ্যাম্পিয়ন হয়।
সাবেক ফুটবলার খোন্দকার আমিনুল ইসলাম বাবলুর সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা।
খেলার সঞ্চালনায় ছিলেন মীর আসাদুজ্জামান উজ্জ্বল।
রেফারির দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা ফুটবল একাডেমির পরিচালক সোহাগ আলী। সহকারী রেফারি ছিলেন প্রমিলা ফুটবলার উর্মি ও কাজলি।খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। আয়োজকরা জানান, নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় খেলাধুলার মান আরও বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ