মোঃ লাবলু হোসেন:
কাঁপছে শিশু শীত সকালে
কাঁদছে লোকের পা,ধরে,
এক কাপড়ে হাত বেঁধে বুক
কেউ বলেনা আ,হা,রে।।
পথশিশু অনাথ তারা
কেউ ডাকে না আদরে #
ডাস্টবিন ওদের ক্ষুধা মিটাই
ফুটপাথ ওদের বাড়ি,
কুকুর বিড়াল একসাথে খায়
পঁচা খাবার কাড়ি।।
এইতো রাতের কেবল শুরু
কাঁপছে দেহ দুরু দুরু।।
কেউ বলেনা খোকন তুমি
একা কেনো কাঁদরে #
পৌষ-মাঘের এই শীতে মানুষ
কাঁপছে গরীব দুঃখী,
শীত অসহায় বস্ত্রহীনা
নেইতো তারা সুখী।।
ক্ষণে ক্ষণে হীমের হাওয়া
কনকনে শীত দিচ্ছে ধাওয়া
এসো ধনী বস্ত্র দিতে
সাহসে বুক বাঁধোরে।
শিশির ভেজা ঘাসের বুকে
রবির আলো পড়ে,
সোনালী রোদ ঝিলিমিলি
মনটা তখন কাড়ে।
এসো সবাই দুখীর পাশে
যেনো তারা একটু হাসে।।
সন্ধ্যা হলে যাবে ঢেকে
হীম কুয়াশার চাদরে #
মোঃ লাবলু হোসেন লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ