মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলায় মাদক ও চোরাচালান নির্মূলে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকালে দামুড়হুদা থানাধীন কোমরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল দামুড়হুদা এলাকায় অভিযানে নামে।
ডিবি পুলিশের এসআই (নিঃ) জুম্মান খান এবং এএসআই (নিঃ) মো. ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ সকাল ০৯:৪৫ ঘটিকায় দামুড়হুদা থানাধীন কোমরপুর পূর্বপাড়া গ্রামের আঃ সালামের বাঁশ বাগানের সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নেন।
এসময় সন্দেহভাজন একজনকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ইউসুফ সাধু (৬৫)। তিনি দামুড়হুদা উপজেলার কোমরপুর মাঠপাড়া গ্রামের মৃত আ. রহমানের ছেলে। তার মাতার নাম মৃত জোহরা বেগম।
গ্রেফতারের পর আসামিকে চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, অবৈধ মাদকদ্রব্য পরিবহন ও বিক্রয়ের অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে এই ধরণের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
সীমান্ত ঘেষা এই জেলায় চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ বিভাগ।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ