নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমনকি তার লাশে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনার দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার যুবকের নাম দিপু চন্দ্র দাশ। তিনি ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক। তিনি জেলার তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর একদল লোক লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।,
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ