নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাদার সংগঠন সোসাইটি অব ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারস (এসবিই) থেকে সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট (সিবিটি) সার্টিফিকেশন অর্জন করেছেন প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম (মো. সালাউদ্দিন মিয়া)। এই সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম পেশাজীবী হিসেবে আন্তর্জাতিকভাবে এই স্বীকৃতি লাভ করলেন।
সালাউদ্দিন সেলিম ২০২৫ সালের ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে এসবিই আয়োজিত সিবিটি পরীক্ষায় অংশ নেন। একই বছরের ১৩ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশের পর তাকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। বিশ্বব্যাপী স্বীকৃত এই সার্টিফিকেশন ব্রডকাস্ট টেকনোলজি, আইপি-বেজড প্রোডাকশন, ট্রান্সমিশন, নেটওয়ার্কিং ও ডিজিটাল মিডিয়া ক্ষেত্রে একজন পেশাজীবীর দক্ষতা আন্তর্জাতিক মানদণ্ডে যাচাইয়ের প্রতীক হিসেবে বিবেচিত।
সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট (সিবিটি) হলো যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাদার সংগঠন সোসাইটি অব ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারসের একটি মর্যাদাপূর্ণ টেকনিক্যাল সার্টিফিকেশন। এটি বিশ্বজুড়ে ব্রডকাস্ট ও মিডিয়া ইন্ডাস্ট্রিতে উচ্চভাবে মূল্যায়িত এবং একজন পেশাজীবীর জ্ঞান ও সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ব্যবহৃত হয়। এসবিই-এর বিশ্বব্যাপী বিভিন্ন সহযোগী সংস্থা রয়েছে, যা সার্টিফিকেশন প্রক্রিয়ায় আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করে থাকে।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এসবিই ২০২৫ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক সার্টিফিকেশন কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো ব্রডকাস্ট পেশাজীবী এসবিই-এর সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাদের পেশাগত অবস্থান সুদৃঢ় করেছেন।
সালাউদ্দিন সেলিমের পেশাগত জীবনের অভিজ্ঞতা দুই দশকেরও বেশি। তিনি বর্তমানে সময় টেলিভিশনে সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি STV US, CSB News, Desh TV এবং Channel 24-এ কর্মরত ছিলেন। পাশাপাশি Ekushey TV, Asian TV, Nagorik TV ও Eattor TVসহ একাধিক টেলিভিশন চ্যানেলে ব্রডকাস্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন।
দেশের বিভিন্ন টিভি চ্যানেলের ব্রডকাস্ট সিস্টেম ডিজাইন, ওয়ার্কফ্লো উন্নয়ন ও ইনস্টলেশন কার্যক্রমে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এছাড়া তিনি একাধিক ডিজিটাল মিডিয়া প্রকল্প, আইপিটিভি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রমে ব্রডকাস্ট টেকনোলজি পরামর্শক হিসেবে কাজ করেছেন।
২০০৭ সালে তিনি বাংলাদেশের প্রথম আইপি টিভি এবং আইপি-ভিত্তিক লাইভ ব্রডকাস্ট প্রযুক্তি ডেভেলপ করেন, যা সে সময় দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে আলোচিত হয়।
ডিজিটাল মিডিয়া ও ব্রডকাস্ট খাতে দক্ষ জনশক্তি তৈরিতেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে সদ্য পাস করা শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করেছেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও জার্নালিজম বিভাগে ব্রডকাস্টিং ল্যাব স্থাপন এবং প্রশিক্ষণ কার্যক্রমে তিনি সহযোগিতা করে আসছেন। তার তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত এক হাজারেরও বেশি তরুণ-তরুণী বর্তমানে মিডিয়া ও ডিজিটাল সেক্টরে পেশাগতভাবে যুক্ত রয়েছেন।
দীর্ঘ পেশাগত জীবনে এটি সালাউদ্দিন সেলিমের প্রথম আন্তর্জাতিক আনুষ্ঠানিক সার্টিফিকেশন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন বাংলাদেশের ব্রডকাস্ট প্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানদণ্ডে পেশাজীবীদের অংশগ্রহণ ও স্বীকৃতির ক্ষেত্রকে আরও প্রসারিত করবে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ