হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রত্যেকটি মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর বাদ জুম্মা গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদে এই দোয়া ও মোনাজাতে শহীদ ওসমান হাদির আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন,পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিপ্লব মৃধা,উপজেলা মডেল মসজিদের হাফেজ নাফিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। দেশে প্রাথমিক চিকিৎসার পর গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ