শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল পাবনার ভাঙ্গুড়ায় হাত বাড়ালেই মাদক, বাড়ছে অপরাধ ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ বীরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচার ও জমি ফেরতের দাবি জয়পুরহাট-২ আসনে আলোচনায় বিএনপির ত্যাগী নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ পেটের ভুরি বের করে পানিতে লাশ ভাসিয়ে দেওয়া হত্যা মামলার দুইজন কেরানীগঞ্জ থেকে গ্রেফতার .. কিপটে মামা – লাবলু হোসেন জমির মালিক ভারতে থাকলেও বাংলাদেশে তার জমি দলিল করে নেওয়া হলো প্রভু তুমি আলোর উৎস ~ মীরঃ নাজমুল ~ ১১৫,বছর পর ঋণ মুক্ত হলেন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর

নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব: মহসিন মিয়া মধু

ইসমাইল মাহমুদ,সিনিয়র প্রতিবেদকঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি নাট মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল বৈদ্য শচীর সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র, বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক শ্রীপদ দেব।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, চয়ন কুমার রায়, আব্দুল জব্বার আজাদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়, সম্পাদক সমীরণ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সম্পাদক সুশীল শীল, সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, দেবাশীষ সেন গৌতম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখাসহ ৯টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি- সম্পাদকসহ সনাতনী ভক্তবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন, “এ দেশ আপনার আমার সবার। ধর্ম যার যার নিরাপত্তার অধিকার সবার। দেশের নাগরিক হিসেবে আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন, আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে সম্মিলিতভাবে সবাই তা প্রতিহত করব। ইতিমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাই মিলে প্রশাসনকে সহযোগিতা করব যাতে কোন প্রকার বিশৃঙ্খলা না হয়।”



লাইক করুন