শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

স্মৃতিতে মিরাজ ভাই

আমরা আজ গভীর শোক ও হৃদয়ভরে স্মরণ করছি মিরাজ ভাইকে—দর্শনা পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী, আমাদের সংগঠনের দুঃসময়ের এক পোড় খাওয়া সাহসী নেতা। তিনি ছিলেন রাজনীতির মাঠে নিষ্ঠাবান, নির্ভীক এবং দলের প্রতি অঙ্গীকারবদ্ধ একজন সৎ কর্মী, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি।

মিরাজ ভাই শুধু একজন সংগঠক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবকতুল্য ভাই, একজন মমতাময় সহযোদ্ধা, যার দরজা সব সময়ই নেতাকর্মীদের জন্য খোলা থাকত। দলের দুঃসময়ে তিনি যেভাবে শক্ত হাতে সংগঠনকে আগলে রেখেছেন, তা চিরকাল আমাদের প্রেরণা হয়ে থাকবে।

তার ব্যক্তিত্বে ছিল বিনয়, আচরণে ছিল শ্রদ্ধাবোধ আর মননে ছিল দল ও দেশের জন্য আত্মনিবেদন। তিনি সকলের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে, মানুষ হিসেবে তার যে গভীর মানবিকতা ও সহানুভূতির প্রকাশ আমরা দেখেছি, তা কোনোদিন ভুলবার নয়।

আজ তিনি আমাদের মাঝে নেই। তাঁর এই চলে যাওয়া শুধু তার পরিবার বা সংগঠনের জন্য নয়, বরং সমগ্র বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি।

আল্লাহ পাক আমাদের প্রিয় মিরাজ ভাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর ভুলত্রুটিকে ক্ষমা করে দিন এবং তার রূহের মাগফিরাত কামনা করছি।

কলমেঃ
মোঃ আব্দুল মান্নান



লাইক করুন