শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল পাবনার ভাঙ্গুড়ায় হাত বাড়ালেই মাদক, বাড়ছে অপরাধ ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ বীরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচার ও জমি ফেরতের দাবি জয়পুরহাট-২ আসনে আলোচনায় বিএনপির ত্যাগী নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ পেটের ভুরি বের করে পানিতে লাশ ভাসিয়ে দেওয়া হত্যা মামলার দুইজন কেরানীগঞ্জ থেকে গ্রেফতার .. কিপটে মামা – লাবলু হোসেন জমির মালিক ভারতে থাকলেও বাংলাদেশে তার জমি দলিল করে নেওয়া হলো প্রভু তুমি আলোর উৎস ~ মীরঃ নাজমুল ~ ১১৫,বছর পর ঋণ মুক্ত হলেন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর

গ্রামীণফোন চালু করল নতুন রোমিং সুবিধা: দেশি মুদ্রায় প্যাকেজ কেনার সুযোগ

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নতুন এক যুগান্তকারী সুবিধা চালু করেছে, যার মাধ্যমে এখন গ্রাহকরা তাদের মোবাইলে থাকা ব্যালান্স ব্যবহার করে রোমিং প্যাকেজ কিনতে পারবেন। অর্থাৎ বৈদেশিক মুদ্রার পরিবর্তে সরাসরি বাংলাদেশি টাকাতেই প্যাক কেনা যাবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যালান্স ব্যবহার করে রোমিং প্যাক কেনার অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক প্রতিবার বিদেশ সফরে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং বছরে সর্বমোট ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং ব্যয়ে ব্যবহার করতে পারবেন, যা সব মোবাইল নম্বর ও অপারেটর মিলিয়ে প্রযোজ্য হবে।

গ্রামীণফোন জানিয়েছে, গ্রাহকদের জন্য রোমিং প্যাকেজগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে তারা বিদেশ ভ্রমণের সময় সহজে এবং স্বাচ্ছন্দ্যে সংযোগ রক্ষা করতে পারেন। মাইজিপি (MyGP) অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এই প্যাকগুলো কেনা যাবে। নতুন এই রোমিং সুবিধার আওতায় রয়েছে দৈনিক ডেটা প্যাক, সাপ্তাহিক ডেটা ও ভয়েস-ডেটা কম্বো প্যাক। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরগামী ভ্রমণকারীদের জন্য রয়েছে ১০ দিনের বিশেষ ট্রাভেল প্যাক। বিশেষ সুবিধা হিসেবে বিশ্বের যেকোনো স্থান থেকে ইনকামিং এসএমএস গ্রহণ পুরোপুরি ফ্রি রাখা হয়েছে।

এই রোমিং সেবা গ্রহণের জন্য গ্রাহকদের একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যেখানে বৈধ পাসপোর্ট, ভিসা ও (প্রযোজ্য ক্ষেত্রে) টিকিট সংক্রান্ত তথ্য থাকতে হবে। গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (CPO) সোলায়মান আলম প্রতিদিনের আলোচিত কণ্ঠ কে বলেন, বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কেনার সুযোগ টেলিকম খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এই সিদ্ধান্তের ফলে এখন ভ্রমণকারীরা বিশ্বমানের সংযোগ ব্যবহার করে তাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়েই বিদেশে প্রিয়জনদের সঙ্গে সাশ্রয়ী মূল্যে যোগাযোগ রক্ষা করতে পারবেন। তিনি সরকারের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



লাইক করুন