শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

মানুষের আসল মুখ -এ্যাড,তামান্না আফরিন

আমাদের চারপাশে সবাই যেমনটা দেখা যায়, তেমনটা আসলেই নয়।

অনেক মানুষ আছে, যারা সামনে এসে হাসিমুখে কথা বলে, বন্ধুত্বের ভান করে, সাহায্যের আশ্বাস দেয়। তাদের কথায় মিষ্টি মায়ার ছোঁয়া থাকে, এমনভাবে পাশে থাকার ভান করে যে মনে হয় পৃথিবীতে তারা-ই সবচেয়ে কাছের। কিন্তু বাস্তবে তাদের ভেতরে লুকিয়ে থাকে ভিন্ন এক রূপ ঈর্ষা, হিংসা, কূটচাল আর বিশ্বাসঘাতকতার মুখোশ।

তারা তোমার ব্যর্থতায় আনন্দ খুঁজে পায়। তুমি হোঁচট খেলে তারা মনে মনে হাসে, তুমি পড়ে গেলে তারা তৃপ্তি অনুভব করে। কিন্তু যখন তুমি সাফল্যের পথে এগিয়ে যাও, তখনই শুরু হয় তাদের আসল খেলা। তখন তারা তোমার কাজের মধ্যে ভুল খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, তোমার সাফল্যকে খাটো করার চেষ্টা করে।

এমন মানুষরা সামনে এসে বলে “আমি আছি তোমার সাথে।”
কিন্তু ঠিক সেই মুহূর্তেই তারা পেছনে ছুরি চালানোর সুযোগ খুঁজে বেড়ায়। তাদের হাসিমুখে লুকিয়ে থাকে বিষের ছুরি, আর তাদের মিষ্টি কথার আড়ালে জমা থাকে অন্ধকার ষড়যন্ত্র।

এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট দেয় অপরিচিতরা নয়, বরং নিজের চেনা মানুষরা। কারণ তাদের কাছেই আমরা আমাদের বিশ্বাস, আমাদের স্বপ্ন, আমাদের দুর্বলতা তুলে দিই। আর সেই বিশ্বাস ভেঙে গেলে আঘাতটা হয় সবচেয়ে গভীর।

তাই একটাই শিক্ষা
কারও কথায় বা হাসিতে সহজে ভরসা করো না। মানুষকে সময় নিয়ে বুঝো, তার আসল মুখটা চিনো। নয়তো একদিন তোমাকেই ঠকতে হবে, তোমারই চেনা মানুষের হাতে।

সবাইকে বিশ্বাস করার মতো সরলতা সুন্দর হলেও, সবাইকে বিশ্বাস করার মতো সরলতা আসলে বিপজ্জনক। সম্পর্কের জগতে তাই চোখ খোলা রাখা জরুরি কারণ প্রতিটি হাসি সত্যিকারের নয়, প্রতিটি প্রতিশ্রুতি বিশ্বস্ততার নয়।
কলমেঃ
এ্যাড,তামান্না আফরিন
সুপ্রিম কোর্ট (হাইকোর্ট ডিভিশন)
ঢাকা -বাংলাদেশ।



লাইক করুন