বন্ধু জাত প্রতারক ( নতুন গান)
হাসনাইন সাজ্জাদী
বন্ধের কথায় বিশ্বাস করে (২)
আমি ছাড়লাম বাড়ি ঘর
সেই বন্ধু এখন আমারে
করে দিলো কেমনে পর(২)বন্ধু ছিল জাত প্রতারক
আমায় করলো চিট
তার প্রেমে দাগা খাইয়া
বাড়লো আমার হার্ট বিট (২)
এখন আমি মরার পথে (২)
জীবন আমার চলে নাছলনার হাসি দিয়ে বন্ধু
পাগল করলে তুমি আমারে
সেইতো বন্ধু আমায় ভুলে
দূরে চলে গেলে (২)
নষ্ট করে কষ্ট দিলে (২)
এ জীবন দিয়ে করবো কীহাসনাইন সাজ্জাদী ভাবি
কেমনে বন্ধু ভুলে গেলো
দেহ পুড়ে হইলো ছাঁই
বাঁচি আমি কেমনে বলো (২)
মেরে ফেলে সুখ যদি পাও(২)
তোমার প্রেমে মরতে রাজী