আলোচিত কণ্ঠ ডেস্ক
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী করিশমা শর্মা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। শুটিংয়ে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।
সামাজিকমাধ্যমে এক পোস্টে দুর্ঘটানার অভিজ্ঞতার কথা ভাগ করে অভিনেত্রী লিখেছেন, ‘গতকাল (বুধবার) চার্চগেটের উদ্দেশে শুটিংয়ের জন্য রওনা দিয়েছিলাম। এদিন শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নেই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তার পরেই খেয়াল করি যে আমার বন্ধুরা ট্রেনে উঠতে পারেনি। ততক্ষণে ট্রেনের গতি বেড়ে গিয়েছিল। ভয় পেয়ে, চলন্ত ট্রেন থেকে লাফ দেই। দুর্ভাগ্যবশত উল্টো হয়ে পড়ি, ফলে মাথায় প্রচণ্ড জোর আঘাত পাই।’
ট্রেন থেকে লাফ দেওয়ায় পিঠে আঘাত পেয়েছেন, মাথা ফুলে গেছে। করিশমার কথায়, ‘চিকিৎসকের পরামর্শে এমআরআই করেছি। আমাকে একদিন ডাক্তারের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।’
অনুরাগীদের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘গতকাল (বুধবার) থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু, শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন।’
‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। কারিশমার অসুস্থতার খবরে তার ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন।