বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গায় পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন শিল্পপতি রুহী আফজাল  শাপলা প্রতীক পেলে মামলা করবেন না: মান্না ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইউরোপ জুড়ে বিক্ষোভ সব ব্যাংক মিলেই গ্রাহকের ঋণ সীমা বেঁধে দেবে বাংলাদেশ ব্যাংক ইসরায়েলি বাহিনীর হাতে আটক জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ ১৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল পটুয়াখালীর গলাচিপায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিরবিচ্ছিন্ন শারদ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল চাঁদপুর জেলা শাখার সুপার সেভেন কমিটি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : আসিফ নজরুল

অতীত নয়, সে তো এক গুচ্ছ গোলাপ

অতীত নয়, সে তো এক গুচ্ছ গোলাপ

———-কোহিনূর আক্তার

 

বন্ধু ,,ঘুম চোখে তোমার শুভ সকাল
মৃদু হেসে অফোঁটা চোখে
নিলাম তোমার শুভ সকাল
আবার দেখা হবে
রমনা পার্কে, চন্দিমা উদ্যান, সংসদ ভবন,
রোজ গার্ডেন,
আর হবে হৃদয় পাড়ায় ঘোড়াঘুড়ি ।

বাদাম খাওয়া, রাস্তার পাশে দাড়িয়ে লাল চা ও মুড়ি মাখা , সব যেনো অতীতের এক গুচ্ছ গোলাপ, যা কখনও বিস্বাদের রুচি হয় না ।

গতকাল আবার মেসেজ এলো তোমার ফেলে রাখা
অন্তর ডাকবাক্সে

“তোমার সাথে এ ভাবেই দেখা
তখন দুপুর সে এক মেধাবী রোদ্দুর
উর্বশীর লাজুক নাকে জ্বলজ্বলে নাকফুল।

হলুদ শাড়িতে ফুটেছে চন্দ্র প্রভা
পানকৌড়ি মেলে দিলো ডানা।
তখন নিমগ্ন দুপুর।
নন্দিত দুঃখের ঢেউয়ে আমি পুড়ে যাই”

তোমার অগোচরে কতবার লেখাটা পড়েছি,
এতটা বছর পর যেনো এক পসলা হিমেল বৃষ্টি
আমার সমস্ত দুঃস্বপ্নের অস্তিত্ব ধুয়ে গেলো ।
ভেসে উঠলো তোমার ঝলমলে উজ্জ্বল হাসি ,
কাছে এসে বলতে –
চন্দ্র প্রভা অপেক্ষা কি জানো ?
পলকহীন দৃষ্টিকোণে নিবিড় কষ্ট,
আর ভালোলাগার অনুভূতির সুখে সাথী হয়ে
হৃদয়ে সাক্ষী হলে তাকে কি বলে ?
তাকে বলে সুখ বেচার দলিল
তাই যদি হয় , তাহলে তুমি কি সুখ কিনতে এসেছো প্রভা ?
আমি তোমার বন্ধু , চিরকাল তাই থাকতে চাই।
আর ভালোলাগার সুখ গুলো উদাস স্বপ্ন হয়ে হায়িয়ে যাবে ?
তোমার প্রশ্নের উত্তর কখনও আমি দিতে পারিনি ।

আজও তুমি প্রশ্ন করো শত
মেঘ আকাশের ভাসমান পত্রে ।



লাইক করুন