
সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, চাঁদাবাজি করা হারাম, আর ভিক্ষা করা হালাল। অভাবী হলে ভিক্ষা করা উত্তম, তবে দুর্নীতি বা চাঁদাবাজির পথে হাঁটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসি ইউনিয়নের খাদুলি গ্রামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। যদি দুর্নীতি বন্ধ করা যায়, তবে আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি উদাহরণ টেনে বলেন, ভিক্ষা করে পোলাও খাওয়ার চেয়ে কাজ করে ডাল-ভাত খাওয়াই ভালো, আর চাঁদাবাজি করে চলার চেয়ে পরিশ্রম করে আলু-ভর্তা খাওয়াই শ্রেয়।
ভবিষ্যতে সরকার গঠন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে ক্ষমতার সুযোগ দেয়, তবে জনগণকে প্রজা নয়, বরং সেবক হিসেবে দেখা হবে। তিনি জানান, প্রথম অগ্রাধিকার হিসেবে বাংলাদেশকে ‘ক্যাপসুলমুক্ত দেশ’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি দাবি করেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে কোনো বেকার থাকবে না। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে সঠিক পরিকল্পনায় কাজে লাগিয়ে অর্থনৈতিক শক্তিতে পরিণত করা হবে।
অমুসলিম নাগরিকদের প্রসঙ্গে রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রত্যেকেই সমান নাগরিক অধিকার ভোগ করবেন। মুসলমান যেমন অধিকার পাবেন, তেমনি অমুসলিমরাও সমান অধিকার ভোগ করবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাদুলি ওয়ার্ড জামায়াত সভাপতি হাবিবুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক মো. শাহজাহান আলী, সেক্রেটারি খায়রুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারীসহ স্থানীয় নেতারা।