এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি: পাবনায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব অনুদান তুলে দেয়া হয়।অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা করে মোট ৬৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। বিআরটিএ এর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এসব অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিম প্রমুখ।