সুখ-তো পাইলাম না
মোঃ লাবলু হোসেন
প্রথম বিয়ে করলাম আমি
টিকটকারের সাথে,
দ্বিতীয় বউ চইলা গেছে
বাসর করার রাতে ।।
ও-বন্ধু রে-,,,,
সংসার আমার হইলো না-রে
মনটা ভালা না।
দুইটা দুইটা বিয়া কইরা
সুখ তো পাইলাম না।।ভেবে ছিলাম থাকবো সুখে
বেঁধে ছিলাম ঘর,
সেই ঘরেতে কালবৈশাখী
উঠলো যেনো ঝড়।।
চোখের পানি হইলো নদী
কেউতো জানলো না #এখন কারের মাইয়া গুলি
বড়ই ধান্দাবাজী,
কার পকেটের টাকা খাইয়া
কারে করে রাজি।।
বিয়ের পিঁড়ে বসতে আমার
মন-তো বসে না #মোঃ লাবলু হোসেন লোকনাথপুর, দর্শনা চুয়াডাঙ্গা।