লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জালে আটকে পড়া ১৫ টি কালো কেউটে সাপ পিটিয়ে মেরে ফেলেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে আজ বুধবার ( ১ অক্টোবর) বিকেলে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে লাউতা গ্রামের আব্দুল লতিফ তার বাড়িতে প্রথমে একটি কালো কেউটে সাপ দেখতে পেয়ে স্থানীয় লোকজন কে ডেকে নিয়ে আসলে, তারা মাটির গর্তে অনুসন্ধান করে ১৫ টি কালো কেউটে সাপ দেখতে পান। এরপর তারা সাপগুলো কে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো: কামরুল ইসলাম বলেন, যে কোনো বন্যপ্রাণী হত্যা আইনে নিষিদ্ধ। সাপগুলো জীবিত থাকলে আমরা উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দিতাম।
পরিবেশ নিয়ে কাজ করেন স্বাধীন জীবনের পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাসিম বলেন, সাপ মানুষের শত্রু নয় বন্ধু। সে আক্রান্ত না হলে কাউকে কামরায় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ বিষয়ে জনসচেতনতা গুরুত্বপূর্ণ।