বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে পূজামণ্ডপে পুলিশের ওপর হামলা, মামলা ১৮ জনের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে উল্লাপাড়া পৌরসভার ভবানী মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। উচ্চস্বরে ডিজে গান বন্ধ করতে গেলে কয়েকজন ব্যক্তি কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে পুলিশ কনস্টেবল সাগর আহমেদের ওপর হামলা চালানো হয়।
এ সময় এএসআই মো. ওমর ফারুক, দায়িত্বরত অন্যান্য পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে সার্কেল অফিসার ও থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর মঙ্গলবার মামলায় সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন, হাফিজসহ মোট ১৮ জনকে আসামি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) শরাফত আলী বলেন, পূজার নিরাপত্তাজনিত কাজে ব্যস্ত থাকার কারণে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, মামলার বিষয়টি তিনি অবগত আছেন, তবে এখনো বিস্তারিত আপডেট তার কাছে আসেনি।



লাইক করুন