বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

নওগাঁয় বিভিন্ন শারদীয়া পূজা মন্ডপ পরিদর্শন

সাইফুল ওয়াদুদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার পক্ষ থেকে বিভিন্ন শারদীয়া পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে। নওগাঁ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ এর নির্দেশে নওগাঁ শহর সমাজ সেবা অফিসার মোঃ ইমামুল হক ও নওগাঁ জেলা বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার সভাপতি মোঃ মশিউর রহমান এবং উক্ত সংস্থার সদস্য বৃন্দ নওগাঁ শহরের বিভিন্ন শারদীয়া পূজা মন্ডপ পরিদর্শন করেন। তারা গত ত্রিশ সেপ্টেম্বর ও পহেলা অক্টোবর দুই দিন ব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন। এসময় শহর সমাজ সেবার পাপ্পু কুমার, জয় রবিদাস, মা কম্পিউটারের পরিচালক রাসেল অংশগ্রহণ করেন। তারা বলেন কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পূজা উদযাপন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দভাবে পূজা উদযাপন করছেন। কোথাও আইন-শৃঙ্খলার কমতি নেই, সকলেই আমাদের সার্বক্ষনিক খোঁজ-খবর রাখছেন।



লাইক করুন