বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে সারজিসকে ‘স্টুপিড’ বললেন বাগছাস নেতা

ডেস্ক রিপোর্ট: লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ‘স্টুপিড’ আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব আল মাসনূন। দলে সারজিস থাকলে এনসিপিতে কখনও যোগ দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক লালন ভক্তের বিতর্কিত বক্তব্যের জবাবে সারজিসের মন্তব্যের প্রতিক্রিয়ায় এমন বিস্ফোরক মন্তব্য করেন মাসনূন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বাগছাসের এই নেতা সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।,

এর আগে সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় লালন ভক্তের ওই বিতর্কিত মন্তব্যের ভিডিও শেয়ার করেছিলেন সারজিস আলম। ভিডিওতে লালন ভক্তকে আঞ্চলিক প্রভাব মিশ্রিত ভাষায় বলতে শোনা যায়, গাঁজা বন্ধ হলে লালন শাহের মাজারে তিরিশ জন লোকও আর আসবে না।’ ভিডিওর ক্যাপশনে সারজিস আলম লিখেছিলেন, ‘তাহলে লালন শাহের মাজারে লোকজন কি এইসব করতে যায়? মাজার কি গাঁজা খাওয়ার জায়গা?’

এ ঘটনায় দুপুরে সারজিসের পোস্টটি শেয়ার করে তাকে একহাত নিয়েছেন মাসনূন। সারজিসের মন্তব্যের জবাব দিয়ে মাসনূন লিখেছেন, ‘আমি এতটুকু শিওর হইসি নিজেকে নিয়ে যে, সারজিসের মতো স্টুপিড যেই দল করে ঐ দল আমার করার প্রশ্নই আসে না!’ এদিকে মাসনূনের মন্তব্যের পর পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছেন এনসিপি নেতা সারজিস আলম।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছিল মাসনূনের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, চাকসু নির্বাচনের মুখে শিক্ষার্থীদের সামনে ‘হিরোইজম’ দেখাতে সংঘর্ষ উসকে দিয়েছিলেন তিনি। বিতর্কের মধ্যেই চাকসু নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন বাগছাসের এই নেতা। বাগছাস থেকেও চাকসু নির্বাচনে কোনো প্যানেল দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়। তবে সংগঠনটির একাংশের নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে একটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।,



লাইক করুন