বিশেষ প্রতিনিধি। মাদকের ভয়াল থাবা ও অনলাইন জুয়া ছেড়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনোযোগী হতে হবে। আজকের তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই উপজেলার যে কোন খেলাধুলার জন্য আমি আপনাদের সাথে থেকে কাজ করবো।
পাইকগাছার সোলাদানা ইউনিয়নে বয়ারঝাপা পূর্ব পাড়া যুবসংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বৃহষ্পতিবান বিকালে পাইকগাছা উপজেলার বয়ারঝাপা ফুটবল ময়দানে ফায়নাল খেলায় প্রতিযোগীতা করেন লস্কর ফুটবল একাদশ বনাম রেজাউল ফুটবল একাদশ। খেলায় টাইব্রেকারে রেজাউল ফুটবল একাদশকে লস্কর একাদশ ৩-১ গোলে পরাজিত করে। মোঃ ইকবাল খানের সভাপতিত্বে ও জুবায়ের হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, সোলদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল সরদার, ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, প্রবীর কুমার গোলদার, পাইকগাছা কলেজ ছাত্রদলের সভাপতি জি, এম, রাশেদুজ্জামান, বিএনপি নেতা ইসরাফ্রিল মোড়ল, মিজান, আলাউদ্দিন মোড়ল, রকি বিশ্বাস, আলম, আজারুল, মনিশংকর, আবুবক্কর, আবসর প্রাপ্ত শিক্ষক আঃ গফুর।