মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত লালমোহনে অর্ধলক্ষাধিক টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট সাঁথিয়ায় শিক্ষক, কর্মচারীদের কর্ম বিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সভা। ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল শাহরাস্তিতে কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা লোপাট চাঁদপুর পৌরসভায় পথকুকুরে জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচি শুরু  সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কোইকার দুটি উদ্ধারকারী নৌকা প্রদান ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু মঙ্গলবার

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের বাছাই শুরু হবে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে।

বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, আটটি বিভাগের বিভাগীয় পর্যায়ের অডিশন শেষে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বাছাই। মঙ্গলবার থেকে চূড়ান্ত বাছাই পর্ব শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত। অডিশনের ভেন্যু নির্ধারিত হয়েছে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র।

বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখায় প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে। তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগির প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে। অডিশনের জন্য প্রতিযোগীকে ‘ইয়েস কার্ড’ সঙ্গে আনতে হবে। চূড়ান্ত বাছাই পর্বের বিজয়ীরা পরবর্তীতে পর্যায়ক্রমে সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশ নেবে। আঞ্চলিক পর্ব, বিভাগীয় পর্ব বাছাই শেষে চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে লড়াই করবে বাছাইকৃত শিশু শিল্পীরা।

৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা হচ্ছে। যার মধ্যে আছে অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত ও হামদ-নাত। ‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।

এক সময় নতুন শিল্পীদের উঠে আসার প্ল্যাটফর্ম ছিল ‘নতুন কুঁড়ি’। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় এই প্রতিযোগিতা। সবশেষ আয়োজিত হয় ২০০৫ সালে।



লাইক করুন