মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত লালমোহনে অর্ধলক্ষাধিক টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট সাঁথিয়ায় শিক্ষক, কর্মচারীদের কর্ম বিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সভা। ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল শাহরাস্তিতে কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা লোপাট চাঁদপুর পৌরসভায় পথকুকুরে জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচি শুরু  সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কোইকার দুটি উদ্ধারকারী নৌকা প্রদান ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

মেক্সিকোতে ভারি বৃষ্টিতে বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

অনলাইন ডেস্ক: মেক্সিকোতে মৌসুমি ঝড় ও ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭ জন। স্থানীয় সময় রোববার দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। খবর রয়টার্সের।,

বিবৃতিতে বলা হয়, ঝড়-বৃষ্টি ও ভূমিধসে মেক্সিকোর পাঁচটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ। এই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬ জন নিহত হয়েছেন হিদালাগো রাজ্যে; পুয়েবলা ও কুয়েরেতারো রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে যথাক্রমে ৯ ও ১টি মরদেহ।

মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের জেরে গত ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভারী বর্ষণ হয় মেক্সিকোজুড়ে। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, শুধু ভেরাক্রুজেই তিন দিনে ৫৪০ মিলিমিটার (২১ ইঞ্চিরও বেশি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে দেশের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। ঝড়ো হাওয়ায় অনেক এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বাড়িঘরের ওপর পড়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, চলমান প্রাকৃতিক দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সোয়া ৩ লাখের বেশি মানুষ।,



লাইক করুন