সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত লালমোহনে অর্ধলক্ষাধিক টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট সাঁথিয়ায় শিক্ষক, কর্মচারীদের কর্ম বিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সভা। ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল শাহরাস্তিতে কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা লোপাট চাঁদপুর পৌরসভায় পথকুকুরে জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচি শুরু  সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কোইকার দুটি উদ্ধারকারী নৌকা প্রদান ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

শেরপুরে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস (৫৫) নিহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাতে হাটিকুমরুল–বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম বিশ্বাস রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ছোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



লাইক করুন