নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার
দক্ষতা, পেশাদারিত্ব এবং দীর্ঘ সেবার স্বীকৃতিস্বরূপ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) খন্দকার রুহুল আমিনকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
নব-পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাকে আজ (২৩ অক্টোবর, ২০২৫) দুপুরে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ লাইন্সে কর্মরত আরআই খন্দকার রুহুল আমিন-এর এই পদোন্নতি জেলা পুলিশ বাহিনীর জন্য একটি অত্যন্ত আনন্দের মুহূর্ত।
আজ বেলা ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই নতুন মর্যাদার প্রতীক র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন, “খন্দকার রুহুল আমিন তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছেন।
এই পদোন্নতি তাঁর সেবারই যথাযথ স্বীকৃতি। আমরা আশা করি, তিনি নতুন পদেও একই পেশাদারিত্ব ও অঙ্গীকার নিয়ে কাজ করে যাবেন এবং জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত করবেন।”
খন্দকার রুহুল আমিন ঝিনাইদহ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক।
তাঁর কর্মজীবনের শুরুটা ছিল ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে একজন কনস্টেবল হিসেবে যোগদানের মাধ্যমে। দীর্ঘ প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি তাঁর অসামান্য দক্ষতা ও মেধার প্রমাণ দিয়ে পর্যায়ক্রমে পদোন্নতি লাভ করেন।
পেশাগত জীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার।
এছাড়া তিনি খুলনা, বাগেরহাট এবং সর্বশেষ চুয়াডাঙ্গা জেলার পুলিশ লাইন্সে রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে সম্পন্ন করেছেন। তাঁর এই বিস্তৃত অভিজ্ঞতা নতুন কর্মক্ষেত্রে তাঁকে আরও বলিষ্ঠ ভূমিকা পালনে সহায়তা করবে।
র্যাংক ব্যাজ পরিধানের এই আনন্দঘন মুহূর্তে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা, এবং জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গা।
এছাড়া জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নতুন পদে যোগদানের পর খন্দকার রুহুল আমিন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আরও জোরালো ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ