শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী হাসিন একতিদার নিপুনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় শাহজাদপুর শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাত আনুমানিক বারোটার দিকে শাহজাদপুরের রামবাড়ি হাজিরহাট এলাকায় স্থানীয় এক ব্যক্তি নিপুনের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে সহপাঠী ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

পরে অবস্থার অবনতি হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকেও পরে এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন নিপুন।

ঘটনার পর থেকে শাহজাদপুর শহরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



লাইক করুন