শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

খেলাধুলায় সম্প্রীতির বার্তা—ক্ষিরতলায় উৎসবমুখর একদিনের ফুটবল টুর্নামেন্ট

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষিরতলা আদিবাসী যুব সমাজের উদ্যোগে শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “একদিনের ফুটবল টুর্নামেন্ট–২৫”। সকাল থেকেই ক্ষিরতলা ঐতিহ্যবাহী বুরুজ মাঠ ছিল উৎসবের আমেজ। মাঠের চারপাশে হাজারো দর্শকের উপস্থিতিতে দিনটি রূপ নেয় এক মিলনমেলায়।

ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন কাজির সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আহবায়ক ও সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সাবেক ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি রমজান আলী খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক নবীর উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, সাবেক সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি জিন্নাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক তছির উদ্দিন, পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোতালেব সরকার মুরাদ সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন, “খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে। রাজনীতি, ধর্ম বা জাতিগত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “তরুণদের এগিয়ে যেতে হবে ইতিবাচক কাজে— খেলাধুলা তার অন্যতম পথ। এই উদ্যোগ সবার জন্য অনুপ্রেরণার।”

দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় ৮টি স্থানীয় দল। প্রতিটি খেলায় ছিল দর্শকদের উচ্ছ্বাস আর করতালি। বিকেলে ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

টুর্নামেন্ট আয়োজক সুভাষ কুমার মাহাতো  জানান, এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো স্থানীয় তরুণদের ঐক্যবদ্ধ রাখা, মাদকমুক্ত সমাজ গঠন এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো। তারা আরও জানান, আগামী বছর এই প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।#



লাইক করুন