শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

চাঁদপুরে হেযবুত তওহীদের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরে শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠায় তওহীদ ভিত্তিক রাষ্ট্রই একমাত্র সমাধান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠায় তওহীদ ভিত্তিক রাষ্ট্রই একমাত্র সমাধান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে হেযবুত তওহীদের চাঁদপুর জেলা অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কুমিল্লা অঞ্চলের আমির মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে মূলত স্বার্থান্বেষী রাজনীতি ও অন্যায়ভিত্তিক ব্যবস্থার কারণে। তওহীদ ভিত্তিক ন্যায্য রাষ্ট্র ব্যবস্থাই পারে শ্রমজীবী জনগণের অধিকার ফিরিয়ে দিতে।”

বিশেষ অতিথির বক্তব্যে হেযবুত তওহীদ চাঁদপুর জেলা সভাপতি হোসনে মোবারক আজাদ বলেন, মানুষের শ্রমের যথাযথ মূল্য আজ অনিশ্চিত। ইসলামভিত্তিক ন্যায় ও তওহীদের চেতনায় গঠিত রাষ্ট্রই পারে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে।

সভার সভাপতি ও সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন হোসেন বলেন, আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ সবাই সমান মর্যাদা ও ন্যায্য অধিকার ভোগ করবে।”

অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর থানা সভাপতি মো. শামছুদ্দিন মুরাদ, হাজীগঞ্জ থানা সভাপতি মোঃ শাহাবুদ্দিন, শাহরাস্তি থানা সভাপতি মোঃ মাহবুব আলম, কচুয়া থানা সভাপতি মো. মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ।

আলোচনা সভায় অর্ধশতাধিক বিভিন্ন শ্রেণি পেশাজীবী ও শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

সভা শেষে অতিথিরা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ কঝঝরার আহ্বান জানান।



লাইক করুন