শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

চৌহালীতে অসহায়দের মাঝে ঘর নির্মাণের টিন ও গরু বিতরণ

চৌহালী-(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪নং উমারপুর ইউনিয়নের শৈলাজানা নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে পাথরাইল কবরস্থান নির্মাণ কাজ উদ্বোধন ও অসহায় দুস্থ মানুষের মাঝে ২৫ জনকে ডেউটিন ১টি গরু বিতরণ করা হয়েছে।

সাখাওয়াত এইচ. মেমোরিয়াল ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মন্ডল, চেয়ারম্যান, সাখাওয়াত এইচ. মেমোরিয়াল ট্রাস্ট। তিনি হেলিকপ্টারযোগে অনুষ্ঠানস্থলে এসে সুবিধাভোগীদের হাতে টিন ও গরু তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ রুহুল আমিন ইকবাল, অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ্ আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মিজানুর রহমান এবং সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ করিম মন্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা ও সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম,মোঃ আব্দুল হাকিম।মোঃ মজিবার মন্ডল সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক উপকারভোগী।

 

 



লাইক করুন