শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে শিক্ষার্থীকে মারধর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার একাডেমিক কার্যক্রম স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় গাজীকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় গাজী একই বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়।
পরবর্তীতে প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত অনুযায়ী এবং উপাচার্য ও উপ-উপাচার্যের নির্দেশক্রমে হৃদয় গাজীকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এদিকে, হৃদয় গাজীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তার স্থায়ী বহিষ্কারের দাবি জানান।



লাইক করুন